• 0721-774300

রাজশাহীতে আইডিইবি’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 দু’দিন পর ঈদুল ফিতর। কিন্তু করোনাভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ। দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ।

এ অবস্থায় বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স আজ শনিবার বিকালে রাজশাহী আইডিইবি ভবনে ৭০ জন অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল পোলাও’র চাল, তেল, চিনি, সেমাই, প্যাকেটজাত দুধ।

জেলা কমিটির সাধারণ সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দীর সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ০২ নং ওয়ার্ড কমিশনার নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেরাজুল আলম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আইডিইবির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক ময়নুল হক, কাউন্সিলর কার্তিক চন্দ্র, মুর্শিদ কামাল ও জিয়া উদ্দিন।

অন্যান্য প্রকৌশলীদের মধ্যে জাহিদ, সায়েম, দেলওয়ার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত।